ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বা Bhabishyat Credit Card কি?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বা Bhabishyat Credit Card চালু করেছে। মূলত রাজ্যের বেকার ছেলে মেয়েদের নিজের পায়ে দাড় করানোর লক্ষ্যে রাজ্য সরকার বেকার ছেলে মেয়েদের ব্যবসা বা কাজ করার জন্য আর্থিক সুবিধা বা লোন দেওয়ার প্রকল্প চালু করেছে।
রাজ্য সরকার কতৃক এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Bhabishyat credit card Project). নিজের ব্যবসা শুরু করার জন্য পুঁজির প্রয়োজন হলে এবার থেকে এই প্রকল্পে খুব সহজেই আবেদন করে লোন নিয়ে নিজের স্বপ্ন পূরণের পথে পা বাড়াতে পারবেন রাজ্যের বেকার যুবক যুবতীরা। আর সহজ শর্তে তা ধীরে ধীরে শোধ করতে পারবে। আর গ্যারান্টার হবে রাজ্য সরকার।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কবে চালু হয়?
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চলতি বছর পহেলা এপ্রিল থেকে সারা রাজ্য জুড়ে চালু হয়। এখানে সর্বাধিক ৪৫ বছর বয়স পর্যন্ত নিজস্ব উদ্যোগ বা ব্যবসা চালু করতে ইচ্ছুক যুবক-যুবতীরা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা অবধি ঋণ নিতে পাবেন। ‘ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফর স্মল অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজ়’ এই প্রকল্পের ৮৫% এর নিশ্চয়তা দিচ্ছে। ১লা এপ্রিল থেকে রাজ্য জুড়ে দুয়ারে সরকারের শিবিরগুলিতে এই প্রকল্পের উদ্বোধন তথা আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়। এবং পশ্চিমবঙ্গের সমস্ত ব্যাংক সাগ্রহে এই প্রকল্পকে মান্যতা এবং কার্যকর করার কথা দিয়েছে।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এর যোগ্যতা
এখানে আবেদন করার জন্য আবেদনকারীর যে যোগ্যতার প্রয়োজন, তা হলঃ
১) অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে সাথে পশ্চিমবঙ্গের অন্তত দশ বছর ধরে স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) যেকোন ব্যবসা, যেমন দোকান, পোলট্রি, মাছ, গবাদি, শুকর পালন ইত্যাদির জন্যে এখানে আবেদন করা যাবে।
৩) আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
৪) শিক্ষাগত যোগ্যতা এখানে দেখা হবে না।
কারা পাবেন কারা পাবেন না?
রাজ্য সরকারের অন্য কোনও প্রকল্প থেকে আর্থিক সুবিধা পাচ্ছেন, বা যারা স্থায়ী কোনও সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করেন তারা এই লোন বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পাবেন না। তবে যারা কর্মসাথী প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু পয়লা এপ্রিল পর্যন্ত মনোনীত হন নি, তারাও এই প্রকল্পের আওতায় আসতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
এই প্রকল্পে অনলাইন ও অফলাইন দুটি প্রক্রিয়াতেই করা যায়। অফলাইন এ আবেদন বর্তমানে শুধুমাত্র দুয়ারে সরকারেই গৃহীত হচ্ছে। তবে অনলাইনে আবেদন যখন খুশি করতে পারেন। নিচে অনলাইন ও অফ লাইন দুটি প্রক্রিয়াই উল্লেখ করা হয়েছে। আর অনলাইনে আবেদন করতে ছবির উপর ক্লিক করেই করতে পারবেন। কিন্তু তার আগে সমস্ত প্রতিবেদন পড়ে নিয়ম কানুন জেনে নিন।
ফর্ম কোথায় পাওয়া যাবে?
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের ফর্ম (Bhabishyat Credit Card form) সমস্ত জেলার দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করা যাবে। নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে ফের জমা করতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে। অফলাইনে আবেদন করতে চাইলে, কখন আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হবে, তার খোঁজ খবর রাখুন। এছাড়াও, বাড়িতে বসে, অনলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে। অনলাইনে কিভাবে আবেদন করবেন, সেটা নিচে উল্লেখ করা রয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
আবেদন করতে যেসব নথির প্রয়োজন, তা হলঃ
১) বয়সের প্রমাণপত্র। (বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট)
২) পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩) ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড। সচিত্র পরিচয় পত্রের প্রমাণ।
৪) যে ব্যবসার জন্য আবেদন করতে চান, তার বিবরণ।
এই প্রকল্পে কত টাকা পাওয়া যাবে?
২০২৩ সালের বাজেটে উল্লেখ করা হয়েছে, এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 350 কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্পের মাধ্যমে 2 লক্ষ বেকার যুবক-যুবতী আর্থিক সহায়তা হিসেবে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। বাড়বে কর্মসংস্থানের সুযোগও। আর কোনও বেকার যুবক বা যুবতী একবার ব্যবসা শুরু করলে তারাও আরও কয়েকজনের কাজের সুযোগ করে দেবেন।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধাঃ
তৃণমূল সরকার ইতিমধ্যেই রাজ্যের পড়ুয়াদের উদ্দেশ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) চালু করে রেখেছে। এর ফলে যে কোন ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য দেশের যে কোনও রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে মাত্র 4 শতাংশ সুদের হারে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
একই ভাবে রাজ্যের যুবদের সাহায্য করার জন্য ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ চালু করা হয়েছে। এখানে সর্বাধিক 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন পদ্ধতিঃ
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন (West Bengal Bhabishyat credit card apply online) করতে হবে bccs.wbgov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে। এরপর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে পরবর্তীতে একটি পেজ দেওয়া হবে, যেখানে নিজের নাম, মোবাইল নম্বর ও gmail আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে একবার লগইন করতে হবে। এরপরে একে একে এখানে,

- বয়সের প্রমাণপত্র আপলোড করুন।
- নিজের সচিত্র পরিচয় পত্র আপলোড করুন ।
- যে প্রজেক্টে কাজ করছেন, তার রিপোর্ট আপলোড করুন।
- নিজের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আপলোড করে অবশেষে সাবমিট করুন।
আবেদনের কিছুদিন পরই নিজের আবেদনের পরিস্থিতি বা স্ট্যাটাস চেক করতে পারবেন। এই বিষয়ে আপনার কোনও মতামত থাকলে নিচে কমেন্ট করতে পারেন। এছাড়া বিভিন্ন প্রকল্প, কাজের খবর ও চাকরি ও ব্যবসা সংক্রান্ত টিপস পেতে আমাদের ওয়েবসাইট কাজ বাংলা ফলো করুন।
Good project