December 9, 2024
LPG Gas Price today (রান্নার গ্যাসের দাম)

LPG Gas Price – 1129 টাকা নয়, রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হবে মাত্র 500 টাকা, বিস্তারিত জানুন।

কাঠের চুলোর বদলে বর্তমানে রান্না করতে গ্যাসই বেশি ব্যবহৃত হয়। আর এই রাম্নার গ্যাসের দাম বা LPG Gas Price বর্তমানে মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। ৩, ৪ বছর আগেও মাত্র ৫০০ টাকায় রান্নার গ্যাস পাওয়া যেত, কিন্তু এখন সেই দাম বাড়তে বাড়তে ১২০০ টাকার কাছাকাছি। আগামী বছর হয়তো এর দাম ১২০০ টাকা ছুয়ে যাবে। তবে সরকারের একাধিক প্রকল্পের মাধ্যমে এই দাম কিছুটা হলেও কমাতে পারেন। আর একাধিক Apps রয়েছে, সেখান থেকে আপনি কিছুটা ক্যাশব্যাক পেয়ে যাবেন।

LPG Gas Price today

নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্রমশ মূল্যবৃদ্ধি হচ্ছে (LPG Gas Price). যদিও সেমনভাবে ব্যবসায় বাড়ছে না লাভের পরিমান। কিংবা চাকরীজীবীদের ক্ষেত্রেও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। হাল ফেরাতে বাড়ির পড়ুয়াটিকেও কাজের মাধ্যমে উপার্জন করতে হচ্ছে। পেট্রোল ডিজেলের জন্য খরচ না হয় বাদ দেওয়া গেলো। কারণ দারিদ্রতার জন্য অনেক বাড়িতেই চার চাকার গাড়ি তো দুরস্থ, দু চাকারও গাড়ি নেই। তবে রান্নার গ্যাস (LPG Gas Price) তো কিনতেই হয়। তাতেই মাস গেলে 1129 টাকা খরচ হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি দিতে সরকারিভাবে নতুন উদ্যোগ নেওয়া হল। চালু করা হল নতুন স্কিম। যাতে মাত্র 500 টাকা খরচ করলেই রান্নার গ্যাস বাড়িতে আনা যাবে।

কারা এই সুবিধা পাবেন না?

ইতিমধ্যেই দেশের অনেক মহিলারাই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীন নাম নথিভুক্ত করছেন। তবে এই প্রতিবেদনে এই যোজনার সম্পর্কে জানানো হচ্ছে না। তবে হ্যাঁ, উজ্জ্বলা যোজনার অধীন নাম নথিভুক্ত করলে বর্তমানে সবথেকে বড় যে সুবিধা দেওয়া হচ্ছে, সেই সম্পর্কে শেষে জানানো হয়েছে। তবে 500 টাকায় কিভাবে রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Price) পাওয়া যাবে, তা জানতে হলে অবশ্যই পড়তে ভুলবেন না সম্পূর্ণ প্রতিবেদনটি।
সম্প্রতি ‘ইন্দিরা গান্ধী গ্যাস সিলিন্ডার ভর্তুকি প্রকল্পের’ সূচনা করা হয়েছে। যার মাধ্যমে রাজ্যের 14 লাখ মানুষ এই সুবিধা পাবেন। তবে পশ্চিমবঙ্গবাসী নয়।

LPG Gas Price Hike 2

রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমছে

রাজস্থান সরকারের পক্ষ থেকে প্রত্যেক গ্রাহককে ৬০০ টাকা করে জন্য ভর্তুকি দেওয়া হবে। এই নিয়ে সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সুবিধাভোগী উৎসব কর্মসূচিতে ‘ইন্দিরা গান্ধী গ্যাস সিলিন্ডার (LPG Gas Price) ভর্তুকি প্রকল্পের’ প্রথম ধাপের উদ্বোধন করেন। সংবাদ মাধ্যম সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এই প্রকল্পের মাধ্যমে 14 লাখ সুবিধাভোগীর জন্য মোট 60 কোটি টাকা ব্যয় করছেন। এই প্রকল্পের অধীনে, বছরে 500 টাকায় মোট 12 টি সিলিন্ডার দেওয়া হবে। তারপর গ্রাহককে সিলিন্ডার পেতে হলে স্বাভাবিক মূল্য দিতে হবে।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?

১) রাজস্থানের বাসিন্দা হতে হবে।
২) BPL কার্ড থাকতে হবে।
৩) উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত হতে হবে।
উল্লেখ্য, এই ভর্তুকির টাকা অ্যাকাউন্টে না পাঠানো হলে, গ্রাহককে নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে। দেখতে হবে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক করানো রয়েছে কিনা।অর্থাৎ লিংক করা থাকলেই ভর্তুকির টাকা পাওয়া যাবে। গ্যাস সিলিন্ডার কিনতে অর্ধেকেরও কম টাকা খরচ (LPG Gas Price) হবে।

LGP Gas Price Hike

অন্যদিকে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীন 1 বছরের জন্য 200 টাকা করে মোট 12 টি সিলিন্ডারে ভর্তুকি প্রদান করা হবে। আপনিও যদি এই যোজনায় নাম নথিভুক্ত করে থাকেন, পেয়ে যাবেন ভর্তুকির টাকা। যদিও এই প্রকল্প শুধুমাত্র রাজস্থানের জন্য। এই প্রকল্প পশ্চিমবঙ্গের জন্য নয়।

অনেক নিউজ পোর্টাল এই প্রকল্প কে পশ্চিমবঙ্গের বলে খবর প্রচার করছেন। তাই বিভ্রান্ত হবেন না। এছাড়া নিজের মোবাইল নম্বর থেকে গ্যাস বুক করবেন। আগে থেকে পেমেন্ট করলে কিছুটা কম টাকায় পেয়ে যেতে পারেন। বর্তমানে Amazon Pay, Phonepe, Freecharge, PayTm সহ একাধিক app এর মাধ্যমে ক্যাসব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। আপনি যদি ওই ধরনের Apps ব্যবহার করে থাকেন, তবে এই Cashback এর সুবিধা নিতে পারেন। তবে গ্যাস ডেলিভারি নেওয়ার আগে ওজন করে নেবেন।

রান্নার গ্যাস কম খরচের উপায়

  • ফ্রিজে রাখা সবজি বা অন্য খাবার সরাসরি গরম করবেন না। কমপক্ষে ৩০ মিনিট আগে বের করে তারপর গরম করুন। এতে খাবারের মান ও ভালো থাকবে, গ্যাস ও কম খরচ হবে।
  • খুব বেশি জল দিয়ে খাবার রান্না করবেন না।
  • রান্নার সময় গ্যাস কমিয়ে দিয়ে, খাবার ঢেকে রান্না করলে গ্যাস কম খরচ হবে।
  • বাসন ভিজে রেখে ওভেন বা আঁচে বসাবেন না।

আরও পড়ুন, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কী, কত টাকা পাবেন? কীভাবে ব্যবহার করবেন জানুন।

এই প্রতিবেদন্টি সকলকে সেয়ার করুন। এবং প্রকল্প বা যোজনা সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে কাজ বাংলা এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *