December 9, 2024
Health Insurance - হেলথ ইনস‍্যুরেন্স

Health Insurance – আপনার জন্য সেরা হেলথ ইনস‍্যুরেন্স কোনটি, কিভাবে বুঝবেন? কি কি সুবিধা পাওয়া যায়।

Best Health Insurance Plans

দেশজুড়ে কোথাও পকেটের কড়ি খরচ না করে উন্নত মানের চিকিৎসা পরিষেবা (Health Insurance) পাওয়া যায় না। চিকিৎসা পরিষেবা দেওয়াটা এখন রীতিমতো একটা লাভজনক ব্যবসায় (Medical Business) এসে দাঁড়িয়েছে। যা অধিকাংশ ব্যবসায়ীরা ইতিমধ্যেই সেই দৃষ্টিভঙ্গি নিয়েই এই সেক্টরে নেমে পড়েছেন। ফলে সাধারণ মানুষের কাছে হেলথ ইন্সুরেন্স (Health Insurance) এর চাহিদা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারের তরফে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের স্কিম করা হয়ে থাকে।

সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi Scheme) চালু করে। আর এখানেই দেখা যায়, একশ্রেণীর চিকিৎসা ব্যবসায়ীরা তা নিতে অস্বীকার করেন। যদিও সরকারের ক্ষেত্রে কড়া মনোভাব জানিয়ে দেওয়া হয়েছে। তবে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের মধ্যে হেলথ ইন্সুরেন্স এর চাহিদা যে সর্বাধিক, সেটা সহজেই বোঝা যায়। কিন্তু তবুও মুষ্টিমেয় কিছু মানুষই হেলথ ইন্সুরেন্স করে থাকেন। সেই দিক থেকে সবাইকে হেলথ ইন্সুরেন্স করার বিষয়ে জোরাজুরি করার কথা বলাও যায় না।

Health Insurance For Parents

কারণ যে দেশের আর্থিক পরিস্থিতি একেবারে তলানিতে, সাধারণ মানুষের হাতে ন্যূনতম কর্মসংস্থানের বন্দোবস্ত নেই, সেই মানুষটিকেই কয়েক হাজার টাকা খরচ করে হেলথ ইন্সুরেন্স করার কথা বলা নিতান্তই অবিবেচকের মত কাজ। তবুও হেলথ ইন্সুরেন্সের কথা বলা হচ্ছে এই কারণেই, যদি গুরুতর কোনো অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়, তাহলে যে পরিমাণ অর্থের খরচ সামনে এসে দাঁড়াতে পারে, সেই জায়গায় একটি হেলথ ইন্সুরেন্স অন্তত কষ্টেসৃষ্টে করা থাকলে সেই ধাক্কাকে সামাল দেওয়া যায়।

Health Insurance Benefits

শুধুমাত্র গুরুতর অসুস্থতার ক্ষেত্রেই নয়, বার্ষিক হেলথ চেকআপ, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, হাসপাতালে ভর্তি হওয়ার আগের এবং পরের ক্ষেত্রে খরচের বিষয়, অ্যাম্বুলেন্স এবং যাবতীয় চিকিৎসা সংক্রান্ত খরচ নির্দিষ্টভাবে ইন্সুরেন্স এর মধ্যে ধরা থাকে। এবার সংস্থা বিশেষে এই সমস্ত খরচের রকমফের হয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে একটি ভালো হেলথ ইন্সুরেন্স বেছে নেওয়ার প্রয়োজন। সঠিক হেলথ ইন্সুরেন্স বেছে নিতে পারলে বিপদের মুখে সবদিক থেকে সহজেই সমস্ত পরিষেবা নিশ্চিন্তে পাওয়া যেতে পারে। এবার কিভাবে, কোন পর্যায়ে দাঁড়িয়ে, হেল্থ ইন্সুরেন্স বেছে নেবেন, সেই বিষয়টি নিয়েই বিস্তারিত জানানো হবে।

Health Insurance plan

১. হেলথ ইন্সুরেন্স এর একটি পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, সম্প্রতি World Health Organization (WHO) জানিয়েছে, ভারতে 1.16 মিলিয়ন নতুন ক্যান্সারের কেস এই বছরে বাড়বে এবং সবচেয়ে আশঙ্কার বিষয় হলো তার মধ্যে ৫০ শতাংশের বেশি নারী।
হৃদরোগের পরে ভারতে Obstructive Pulmonary Disease হল মৃত্যুর অন্যতম কারণ।
বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন অনুযায়ী ভারতে জনসংখ্যা ১০% স্বাস্থ্যের জন্য ব্যয় করে। আবার এই জনসংখ্যার 3.9 শতাংশ আয়ের ২৫ শতাংশের বেশি স্বাস্থ্য খাতে ব্যয় করে থাকে।

Health Insurance - হেলথ ইনস‍্যুরেন্স

সঠিক হেলথ ইন্সুরেন্স কিভাবে বাছবেন

অসুস্থতা জনিত পরিস্থিতিতে যে কোনো সময়ে Health Insurance এর মাধ্যমে সহজেই চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। সহজেই যে হেলথ ইন্সুরেন্স থেকে আপনি ক্লেম করতে পারবেন, ঠিক একইভাবে খুব সহজে অনলাইন পদ্ধতিতে হেলথ ইন্সুরেন্সটি নিমেষের মধ্যেই কিনে ফেলা সম্ভব হবে। একটি Health Insurance মানুষের ক্রয় করে থাকেন তার বিপদের সময় সহজে যাতে পরিষেবাটি পেতে পারেন। ঠিক সেরকম পরিষেবা যে হেলথ ইন্সুরেন্সের তরফে খুব সহজেই আপনার হাতের কাছে পেয়ে যাবেন সেটি সবচেয়ে সঠিক হেলথ ইন্সুরেন্স (Health Insurance) বর্তমান সময়ে অনলাইন পদ্ধতিতে হেলথ ইন্সুরেন্স এর সমস্ত ধরনের পরিচালনা করাটা যথেষ্ট সুবিধা জনক এবং সঠিক পদ্ধতি।

ডিজিটের হেলথ ইন্সুরেন্স (Digit Health Insurance) কেন সঠিক

এক্ষেত্রে বেশ কিছু সুবিধা রয়েছে। যে রকম অনলাইনে এই হেলথ ইন্সুরেন্স কেনা থেকে শুরু করে ক্লেম (Insurance Claim) পর্যন্ত সমস্তটাই সহজে করে ফেলা সম্ভব। যা এখনো ইন্সুরেন্স ইন্ডাস্ট্রিতে পুরোপুরি সহজলভ্য নয়।

ডিজিট হেলথ ইন্সুরেন্স এর সঙ্গে ইন্সুরেন্স ইন্ডাস্ট্রির (Digit Vs Industry) একটা তারতম্য

ডিজিট এর ক্ষেত্রে সহজ ডিজিটাল প্রসেস রয়েছে। সেই জায়গায় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সম্পূর্ণটা ডিজিটাল নয়।
ডিজিট এর ক্ষেত্রে বয়স বা জোন ভিত্তিক কোনো কো পেমেন্ট (Co-Payment) নেই। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কো পেমেন্ট রয়েছে।
ডিজিট এর ক্ষেত্রে রুম ভাড়ায় কোনো ক্যাপিং নেই। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে রুম ভাড়া নির্দিষ্ট রয়েছে।
ডিজিটের ক্ষেত্রে ১০৫০০ এর বেশি ক‍্যাশলেস চিকিৎসার (Cashless Treatment Hospital) জন্য হাসপাতাল নির্দিষ্ট রয়েছে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানির আলাদা আলাদা পদ্ধতি রয়েছে।

ডিজিট হেলথ ইন্সুরেন্সের সুবিধা

সব ধরনের হসপিটালাইজেশন (Hospitalization) এর সুবিধা। অসুস্থতা, গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা, যেকোনো ধরনের আপৎকালীন পরিষেবা।
ইন্সুরেন্স এর অর্থ প্রদানের ব্যাকআপ রয়েছে।
হোম ডে কেয়ার, চিকিৎসকদের পরামর্শ, ফোনের মাধ্যমে যেকোনো অসুবিধায় যোগাযোগ, যোগ ব্যায়াম সহ স্বাস্থ্যপরিসেবা ক্ষেত্রে বহু দিক উপলব্ধ রয়েছে।
রোড অ্যাম্বুলেন্স এর খরচ।
Cumulative বোনাস।
হসপিটালাইজেশনের আগে এবং পরের খরচ।

ডিজিটের কিছু বিশেষ সুবিধা

  • Bariatric Surgery
  • Domiciliary Hospitalization
  • Mental Illness
  • Consumable Cover

কি কি কভার করা হয় না

Digit হেলথ ইন্সুরেন্স এ প্রসবের আগের এবং পরের খরচ কভার করা হয় না। যদি হাসপাতালে না ভর্তি হতে হয়।
পূর্বের রোগের ক্ষেত্রে ওয়েটিং পিরিয়ড শেষ না হলে কভার পাওয়া যায় না।
চিকিৎসকের পরামর্শ ছাড়া হাসপাতালে ভর্তি হলে কভার পাওয়া যায় না।

আরও পড়ুন, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কী, কত টাকা পাবেন? কীভাবে ব্যবহার করবেন জানুন।

ভিজিট এর ক্ষেত্রে কিভাবে ইন্সুরেন্স ক্লেম (Insurance Claim) করবেন

সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার দুই দিনের মধ্যে 1800- 2584242 এই নম্বরে অথবা healthclaims@godigit.com এই মেইল আইডিতে মেইল করতে হবে। তারপরে সেখানে কোম্পানির পক্ষ থেকে একটি লিংক পাঠানো হবে। যেখানে Reimbursement প্রসেস সম্পূর্ণ করার জন্য হাসপাতালের বিল এবং অন্যান্য নথি আপলোড করতে হবে।

Cashless Claim

এক্ষেত্রে ডিজিট নেটওয়ার্কের হাসপাতালগুলির মধ্যে থেকে একটি বেছে নিন। সেখানে গিয়ে ই হেলথ কার্ড দেখান এবং ক‍্যাশলেস আবেদনের জন্য ফরম চেয়ে নিন। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে সঙ্গে সঙ্গে প্রক্রিয়া শুরু হয়ে যাবে। Digit Cashless Hospital এর তালিকাটি একবার দেখে নিতে পারেন।

কেন ডিজিট হেলথ ইন্সুরেন্স বেছে নেবেন

কভারেজের বিবরণ মূল্যায়ন করুন। ইন্সুরেন্স কেনার আগে কভারেজের বিবরণ মূল্যায়ন করা জরুরী। এর মাধ্যমে আপনি সঠিক হেলথ ইন্সুরেন্স কিনতে পারবেন। ইন্সুরেন্স এর পদ্ধতিগত সুবিধাগুলি এক নজরে দেখে নিন। পরিষেবা দেওয়ার প্রক্রিয়া দেখে নিতে হবে। সম্পূর্ণটা অনলাইন এবং সহজ পদ্ধতিতে হওয়ার কারণে এটি সঠিকভাবে পরিচালিত হয়।

কো পেমেন্টের সুবিধা সাধারণত ইন্সুরেন্স ক্লেম করার সময় যে পরিমাণ টাকা দিতে হয় তাকেই কো পেমেন্ট বলা হয়। অন্যান্য কোম্পানিগুলো ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ইন্সুরেন্স প্ল‍্যানের সঙ্গে যুক্ত করে রাখে। ডিজিটের ক্ষেত্রে কো পেমেন্ট নেই।
আপৎকালীন সময়ে যাতে চিকিৎসা পরিষেবার জন্য একটি সঠিক হেলথ ইন্সুরেন্স হাতের কাছে থাকে সেই কারণেই বেছে নেওয়াটা জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *