স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৩
রাজ্যের পড়ুয়াদের জন্য সুখবর। শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তথা Swami Vivekananda Scholarship 2023 এর নতুন আবেদন ও রিনিউয়াল। যারা এবার প্রথম আবেদন করছেন, এবং আদৌ আবেদনের যোগ্য কিনা, এবং স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবেন, পুরো প্রক্রিয়াটি জানতে পুরো প্রতিবেদন পড়ুন। এবং আপনার কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।
Swami Vivekananda Scholarship 2023
উচ্চশিক্ষা গ্রহণের কথা ভাবছেন? তবে আর্থিক দিক থেকে দুর্বল (স্বামী বিবেকানন্দ স্কলারশিপ). চিন্তা করবেন না। বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে একাধিক স্কলারশিপ চালু করা হয়েছে। বিশেষত, মেধাবী অথচ পরিবারের আর্থিক অস্বছলতার কারণে উচ্চশিক্ষার স্বপ্ন, স্বপ্নই থেকে যায়, তাদের জন্য রয়েছে বহু সরকারি ও বেসরকারি স্কলারশিপ। সঠিকভাবে আবেদন জানালে পাওয়া যাবে বার্ষিক মোটা টাকা। মাধ্যমিক পাশেই অর্থাৎ উচ্চমাধ্যমিক শিক্ষার্থী থেকে শুরু করে গবেষণামূলক শিক্ষায় যুক্ত রয়েছেন, এমন শিক্ষার্থীরাও এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন। তবে স্কলারশিপের নাম কী? এবার সেই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কী?
স্কলারশিপের নাম- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship 2023).
গত মাসেই প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন। আবেদনের ক্ষেত্রে বার্ষিক নূন্যতম 12000 টাকা থেকে 60000 টাকা পর্যন্ত পাওয়া যাবে।
তবে এই টাকার পরিমান ক্লাস বা কোর্স অনুযায়ী বিভিন্ন হয়। সর্বনিম্ন একাদশ শ্রেণী থেকে এই বৃত্তি দেওয়া হয়। এবং উচ্চ শিক্ষার শেষ কোর্স অব্দি এই টাকা পাওয়া যায়। উচ্চ মাধ্যমিক, স্নাতক, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, প্রফেসনাল কোর্স সমস্ত ক্ষেত্রেই এই স্কলারশিপের জন্য আবেদন জানানো যায়। আরো পরিষ্কারভাবে জানানো হচ্ছে, স্কলারশিপে আবেদনের অঙ্ক বা কোন ক্লাসে কত টাকা পাওয়া যাবে?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কত টাকা পাওয়া যাবে?
- মাধ্যমিকের পাশের পর এই স্কলারশিপে আবেদন জানালে উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশুনার জন্য প্রতি মাসে 1 হাজার টাকা অর্থাৎ বার্ষিক 12,000 টাকা পাওয়া যাবে।
- স্নাতক স্তরে (আর্টস ও কমার্স)- প্রতিমাসে 1,000 টাকা অর্থাৎ বার্ষিক 12,000 টাকা পাওয়া যাবে।
- স্নাতক স্তরে (সায়েন্স ও প্রফেশনাল কোর্স)- প্রতিমাসে 1,500 টাকা অর্থাৎ বার্ষিক 18,000 টাকা পাওয়া যাবে।
- স্নাতক স্তরে (মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং)- প্রতিমাসে 5000 টাকা অর্থাৎ বার্ষিক 60,000 টাকা পাওয়া যাবে।
- স্নাতকোত্তর স্তরে (আর্টস ও কমার্স)- প্রতিমাসে 2,000 টাকা অর্থাৎ বার্ষিক 24,000 টাকা পাওয়া যাবে।
- স্নাতকোত্তর স্তরে (সায়েন্স ও প্রফেশনাল কোর্স)- প্রতিমাসে 2,500 টাকা অর্থাৎ বার্ষিক 30,000 টাকা পাওয়া যাবে।
- স্নাতকোত্তর স্তরে (ইঞ্জিনিয়ারিং)- প্রতিমাসে 5000 টাকা অর্থাৎ বার্ষিক 60,000 টাকা পাওয়া যাবে।
- পলিটেকনিক কোর্সে- প্রতিমাসে 1,500 টাকা অর্থাৎ বার্ষিক 18,000 টাকা পাওয়া যাবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের শর্তাবলী
১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) পারিবারিক বার্ষিক আয় 2.5 লাখ টাকার মধ্যে হতে হবে।
৩) মাধ্যমিক থেকে শুরু করে একেবারে রিসার্চ লেভেল পর্যন্ত উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে স্কলারশিপ পাওয়া যায়।
৪) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক প্রত্যেকটি স্তরে আবেদনের ক্ষেত্রে কমপক্ষে 60% নম্বর নিয়ে উত্তীর্ন হতে হবে।
উল্লেখ্য, আগে কোনো সরকারি বা বেসরকারি স্কলারশিপ পেলে অথবা বর্তমানে আবেদন জানালে, স্কলারশিপে আবেদন জানানো যাবে না। এছাড়া এই স্কলারশিপে টাকা পাওয়ার পর অন্য বেসরকারি স্কলারশিপ পেলে সেটা গ্রহণযোগ্য হতে পারে। তবে একজন পড়ুয়া একই খরচের জন্য দুই যায়গা থেকে টাকা পেলে সেটা সমীচীন নয়।
আবেদন পদ্ধতি
এই স্কলারশিপ বা এর কোনও ফর্ম অফলাইনে জমা করা যায় না। SVMCM Scholarship কেবলমাত্র অনলাইনেই আবেদন জানাতে হবে। এবার জেনে নিন অনলাইনে সঠিক ভাবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে কিভাবে আবেদন করবেনঃ
Swami Vivekananda Scholarship 2023 এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইটঃ
https://svmcm.wbhed.gov.in
এরপর রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনেরপত্র সঠিকভাবে পূরণ করে সঠিক এবং চালু মোবাইল নম্বর ও ইমেইল আইডি ইত্যাদি তথ্য দিতে হবে।
আরও পড়ুন, মাধ্যমিক পাশেই 10 টি সরকারি চাকরির সন্ধান, তালিকা দেখুন।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র
- শেষ পরীক্ষার মার্কশিট,
- ইনকাম সার্টিফিকেট,
- ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা
- ব্যাংকের বইয়ে অবশ্যই IFSC কোড থাকতে হবে।
- এবং অন্যান্য নথি।
যারা আগের বছর আবেদন জানিয়েছিলেন, তাদের কেবলমাত্র রিনুয়াল (Swami Vivekananda Scholarship Renewal) করতে হবে।
আবেদনের তারিখ জানতে হলে অফিশিয়াল ওয়েবসাইট বা আমাদের ওয়েবপোর্টাল ফলো করতে ভুলবেন না।
স্কলারশিপ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
High
Kobe theke atite abedon kora jabe
Please tell me renual er jonno koto persent lage number
60% marks in previous class.
60/
Ami jodi 1 year drop niye next year neet e chance peye medical college admission hoi tahole ki tokhon scholarship pabo
অবশ্যই পাবেন, রেগুলার যেকোনো কোর্সে ভর্তি হলে পাবেন। শুধু ডিস্টান্স বা ওপেন ইউনিভারসিটি না হলেই চলবে। ধন্যবাদ, সুখবর বাংলা ফলো করুন।
Kabe 2023 er Swami Vivekananda scholarship a abden parbo chalu habe
12 পাস করার পর কবে থেকে রিনিউ শুরু হবে
আমি দু বছরের ড্রপার। এই বছর আমি ডাটা সাইন্স নিয়ে রেগুলার ডিগ্রী কোর্স এ ভর্তি হয়েছি।আমি কি স্বামী vivekanand scholarship পেতে পারি ?
প্লীজ জানাবেন।
Ami ki class 11 er marksheet diye scholarship pate pari?? Ami madhymik er marksheet diye fromfill up korte parini Kom mark houar jonne
আমি B.Ed করার পর যদি M.Sc তে ভর্তি হই তবে কি এই scholarship পাবো
60%
Agar year 10 exam diye scholarship na pala ki 11 a valo rank korle scholar ship ta ki pabo
রেনুয়াল করার সময় যদি60%না থাকে কী কররো