December 9, 2024
Pragati Scholarship 2023 (প্রগতি স্কলারশিপ ২০২৩)

Pragati Scholarship 2023 – আবেদন করুন প্রগতি স্কলারশিপে, আর পেয়ে যান পড়াশোনার সব খরচ।

পড়ুয়াদের জন্য সুখবর। শুরু হলো Pragati Scholarship বা প্রগতি স্কলারশিপে আবেদন প্রক্রিয়া। এই স্কলারশিপে আবেদন করলেই পেতে পারেন, পড়াশোনার খরচ। শুধু তাই নয়, নারী শক্তির উন্নয়নে এই স্কলারশিপের জুড়ি মেলা ভার। তাই এই স্কলারশিপ পেতে হলে কি কি করতে হবে, কোথায় আবেদন করবেন, কত টাকা পাবেন, বিস্তারিত জেনে নিন।

Pragati Scholarship – প্রগতি স্কলারশিপ ২০২৩

বর্তমান যুগে টেকনিক্যাল বা প্রযুক্তিগত কাজ শিখলে একেবারে বেকার বসে থাকতে হবে না। অন্ততপক্ষে কিছু টাকাও তিনি উপার্জন করতে পারবেন। আর সেই কারণেই বর্তমানে শিক্ষানীতিতেও (National Education Policy) টেকনিক্যাল (Technical Education) বা হাতের কাজের উপরে গুরুত্ব আরোপ করা হচ্ছে। এবার টেকনিক্যাল বা প্রযুক্তিগত কাজের কথা বললেই প্রথমেই পুরুষ পড়ুয়াদের কথাই মনে আসে।

অথচ টেকনিক্যাল বা হাতের কাজ শিখে মহিলারাও যে সমানভাবে প্রতিষ্ঠিত হতে পারেন, সেই বিষয়টি নিয়েই এখানে মূলত আলোচনা করা হবে। আর মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হলে তবেই সমাজের অগ্রগতি সার্বিকভাবে সম্ভব। সেই লক্ষ্যেই যে সমস্ত মহিলারা টেকনিক্যাল কোনো কোর্স করতে চান, জীবনে প্রতিষ্ঠিত হতে চান, অথচ টাকার অভাব রয়েছে, যে কারণে তারা এগোতে পারছেন না, তাদের জন্যই এক বিশেষ স্কলারশিপের বন্দোবস্ত করা হয়েছে। এই স্কলারশিপটি একমাত্র মহিলাদের জন্যই (Scholarship for Women).

সরকারি স্কলারশিপপ্রাইভেট স্কলারশিপ
বিবেকানন্দ স্কলারশিপপ্রগতি স্কলারশিপ
নবান্ন স্কলারশিপটাটা স্কলারশিপ
মেধাশ্রী স্কলারশিপরিলায়েন্স স্কলারশিপ

কাদের জন্য এই স্কলারশিপ?


AICTE বা All India Council for Technical Education- এর তরফে এই স্কলারশিপটি মহিলাদের দেওয়া হয়ে থাকে। কলারশিপটির নাম- প্রগতি স্কলারশিপ Pragati Scholarship
যে সমস্ত ছাত্রীরা টেকনিক্যাল বা প্রযুক্তিগত কাজ শিখতে চান, তাদের আর্থিক সহায়তা করার জন্য এই প্রগতি স্কলারশিপ এর বন্দোবস্ত করা হয়েছে।

প্রগতি স্কলারশিপে কত টাকা পাওয়া যাবে?

শ্রেণী ও কোর্স ফি এর অনুপাতে এই স্কলারশিপের টাকা নির্ধারিত হয়। তবে সাধারণত সরকারের তরফে এই স্কলারশিপে ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়ে থাকে। এই পরিমান আবেদন সাপেক্ষে কম বেশি হতে পারে।

প্রগতি স্কলারশিপে আবেদনের যোগ্যতা

AICTE অনুমোদিত যেকোনো টেকনিক্যাল কলেজে টেকনিক্যাল ডিপ্লোমা (Diploma) এবং ডিগ্রী (Degree) কোর্সের প্রথম বর্ষে ভর্তি পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ডিপ্লোমা এবং ডিগ্রি দুই কোর্সেই পাঠরত পড়ুয়ারা আবেদন করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক,

How to Apply Pragati Scholarship

প্রগতি স্কলারশিপে কিভাবে আবেদন করবেন (How to Apply Pragati Scholarship):
সম্পূর্ণ অনলাইনেই এই আবেদন করতে হবে।
প্রথমেই www.aicte.india.org এই ওয়েবসাইটে গিয়ে ডিটেইলস দিয়ে রেজিস্টার করতে হবে।
ডিটেলস তথ্য এবং মোবাইল নম্বর ও ইমেইল আইডি ভেরিফিকেশন করতে হবে।
তারপরে বিস্তারিত নথির ছবি Upload করে Submit করতে হবে।

এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা

প্রগতি স্কলারশিপে আবেদনের যোগ্যতা:
এই স্কলারশিপ শুধুমাত্র মহিলা পড়ুয়াদের জন্য।
AICTE অনুমোদিত টেকনিক্যাল ডিপ্লোমা এবং ডিগ্রী কোর্সের প্রথম বর্ষে ভর্তি হয়ে থাকলে আবেদন করতে পারবেন।
পারিবারিক বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে।

how to apply swami vivekananda scholarship 2023 2

একটি পরিবার থেকে দুইজন মহিলা এই স্কলারশিপ এর সুবিধা পাবেন।
প্রগতি স্কলারশিপে ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা সরকার দিয়ে থাকে।
প্রতিটি রাজ্য থেকেই এই স্কলারশিপে ছাত্রীদের ভর্তির সুবিধা রয়েছে।
টেকনিক্যাল ডিপ্লোমা কোর্সের জন্য মোট ৫ হাজার জন ছাত্রী স্কলারশিপ এর সুবিধা পাবেন।

প্রতি রাজ্যে কজন পাবেন?

সারা দেশের মোট ৫০০০ ছাত্রী এই স্কলারশিপের সুবিধা পাবেন। সেক্ষেত্রে প্রতি রাজ্য থেকে অন্তত ৫০ জন এবং সর্বোচ্চ ৭০০ জন পর্যন্ত পড়ুয়াদের সুবিধা দেওয়া হবে। ঠিক একইভাবে টেকনিক্যাল ডিগ্রী কোর্সের জন্য মোট ৫ হাজার জন আর্থিক সহায়তা পাবেন। সেক্ষেত্রেও প্রতি রাজ্য থেকে অন্তত ৫০ জন এবং সর্বোচ্চ ৭০০ জন। সর্বমোট ১০ হাজার জন ছাত্রীকে এই স্কলারশিপের সুবিধা দেওয়া হবে।

কি কি ডকুমেন্টস লাগবে?

  • ভর্তির ডকুমেন্টস
  • কোর্স ফি রিসিপ্ট
  • বোনাফাইট সার্টিফিকেট
  • রেসিডেনশিয়াল সার্টিফিকেট
  • জাতিগত সার্টিফিকেট
  • সমস্ত একাডেমিক সার্টিফিকেট
  • আধার কার্ড
  • ইনকাম সার্টিফিকেট

সংরক্ষণ

ভারত সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী এই স্কলারশিপ এর ক্ষেত্রেও SC, ST এবং OBC প্রার্থীদের জন্য সংরক্ষণ রয়েছে। সেক্ষেত্রে SC ১৫ শতাংশ, ST ৭.৫% এবং OBC প্রার্থীদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ রয়েছে। এই মোট সংরক্ষণ ১০ হাজারটির মধ্যে থেকেই দেওয়া হবে।

স্কলারশিপ সংক্রান্ত কোনও প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবং শিক্ষা বিভিন্ন প্রয়োজনীয় আপডেট পেতে কাজ বাংলা ওয়েবসাইট ফলো করুন। এবং আপনার পরিচিত ছাত্র ছাত্রীদের প্রতিবেদনটি শেয়ার করুন, যাতে তাদের এই স্কলারশিপের ব্যাপারে জানা থাকে।

একসঙ্গে কটি স্কলারশিপে আবেদন করা যায়?

সরকারি নিয়ম অনুযায়ী একটি কোর্সের উপর কেবলমাত্র একটি স্কলারশিপ ই পাওয়া যায়। তবে প্রাইভেট স্কলারশিপে আবেদনে তেমন নিয়ম সমস্ত ক্ষেত্রে শর্ত থাকে না।

ঐক্যশ্রী স্কলারশিপ কি?

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু পড়ুয়াদের পড়াশোনার আর্থিক সহযোগিতার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার ঐক্যশ্রী স্কলারশিপ দিয়ে থাকে।

পশ্চিমবঙ্গের কয়েকটি সরকারি স্কলারশিপ কি?

পশ্চিমবঙ্গের কয়েকটি সরকারি স্কলারশিপ হলোঃ নবান্ন স্কলারশিপ, উত্তরকন্যা স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ, শিক্ষাশ্রী স্কলারশিপ,মেধাশ্রী স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *