December 9, 2024
Airtel Plans List (এয়ারটেল রিচার্জ প্ল্যান)

Airtel Plans List – মাত্র 35 টাকা থেকে শুরু, কম খরচে এয়ারটেল রিচার্জ প্ল্যানের তালিকা।

দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বেড়েছে মোবাইল রিচার্জের খরচ। আর এই মুহুর্তে দেখে নিন, Airtel Plans List বা কম খরচে এয়ারটেল এর রিচার্জ প্লানের তালিকা। বিভিন্ন গ্রাহকের চাহিদা বা প্রয়োজন আলাদা হয়। তাই কম থেকে বেশি, সমস্ত গ্রাহকদের জন্য একাধিক রিচার্জ প্ল্যানের তালিকা দেওয়া হলো। আর তার সাথে রিচার্জ করলে কি কি সুবিধা পাবেন, সেটাও উল্লেখ করা হয়েছে।

Airtel Plans list 2023

  • ভ্যালিডিটি রিচার্জ
  • ডেটা প্যাক
  • মাসিক রিচার্জ প্ল্যান
  • ত্রৈমাসিক রিচার্জ প্ল্যান
  • বার্ষিক রিচার্জ প্ল্যান

যেহেতু প্রায় সমস্ত মোবাইল কোম্পানী তাদের রিচার্জের দাম বাড়িয়েছে, তাই গ্রাহকের মন পেতে আবার কিছু অতিরিক্ত সুবিধা দিয়ে গ্রাহক টানার একটি প্রতিযোগিতাও শুরু হয়েছে। একদিকে যেমন মোবাইলের খরচ বেড়েছে, তেমনি খরচ বেড়েছে দুটি সিম চালানোর। তাই অনেকেই তাদের অতিরিক্ত সিম কার্ড ফেলে দিয়ে একটি মোবাইলেই রিচার্জ করছে। আর সেই মুহুর্তে সবাইকে টেক্কা দিয়ে সবচেয়ে সস্তার রিচার্জ প্ল‍্যান আনলো Airtel.

Airtel data recharge

জিও (Reliance Jio) কে টেক্কা দিতে এবার মাঠে নেমে পড়লো ভারতী এয়ারটেল। দীর্ঘদিন ধরেই টেলিকম কোম্পানিগুলোর লড়াইয়ের মধ্যে রিলায়েন্স জিও (Reliance Jio) একেবারে বিরাট জায়গা দখল করে রয়েছে। সেই জায়গায় ধাক্কা দেওয়ার জন্য এবার ভারতী এয়ারটেল (Bharati Airtel) এমন একটি Airtel Plans এর ঘোষণা করেছে যারা নিঃসন্দেহে দুর্দান্ত। ভারতী এয়ারটেলের তরফে এবার যে প্ল‍্যানের অফার দেওয়া হচ্ছে, তাতে ৩৫ দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে।

এই পরিস্থিতিতে দেশের সমস্ত মোবাইল রিচার্জ কোম্পানী তাদের রিচার্জ ট্যারিফ বাড়িয়েছে, ঠিক তখনই নতুন রিচার্জ প্ল্যানের তালিকা প্রকাশ করলো Airtel. যা এখনো পর্যন্ত কোনো টেলিকম কোম্পানি রিচার্জ প্ল‍্যানে দেয়নি। আবার মূল্যও বেশি নয়। এয়ারটেলের এই প্ল্যান সম্বন্ধে বিস্তারিত তথ্য ওয়েবসাইট এবং অ্যাপে দেওয়া রয়েছে। এয়ারটেলের এই প্ল্যানগুলো সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক।

Airtel Plans Recharge Validity + Data
Internet PackValidy Pack

Airtel 289 Rs Recharge Plan

এয়ারটেলের ২৮৯ টাকা রিচার্জ প্ল্যান (Airtel 289 Rs Recharge Plan):
এই প্ল্যানটির ভ্যালিডিটি ৩৫ দিন। যা এই মুহূর্তে অন্যান্য কোনো টেলিকম কোম্পানি অফার করছে না। ২৮৯ টাকার এই রিচার্জ প্ল্যানে এয়ারটেলের গ্রাহকেরা প্রতিদিন 4GB Data, ৩০০টি করে SMS এবং Unlimited Voice Calling- এর সুবিধা পাবেন। এছাড়াও গ্রাহকদের এয়ারটেল থ্যাংকস এর সুবিধাও দেওয়া হবে। সেক্ষেত্রে Apollo 24×7 Circle, Free Wynk Music এবং Hello tunes পরিষেবা পাওয়া যাবে।

Airtel 199 Recharge Plan

এয়ারটেলের 199 টাকার রিচার্জ প্ল্যান (Airtel 199 Recharge Plan):
২৮৯ টাকার থেকেও আরও কমে যদি রিচার্জ করতে চান, তাহলে এয়ারটেলের 199 টাকার রিচার্জ প্ল্যান রয়েছে। তবে এই Airtel Plans এর মেয়াদ ৩০ দিন। এতে গ্রাহকেরা প্রতিদিন ৩ জিবি ডেটা, ৩০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। আবার ২৮৯ টাকার রিচার্জ প্ল্যান এর মতোই Airtel Thanks এর পরিষেবাও পাওয়া যাবে।

তবে সম্প্রতি এয়ারটেল 5G পরিষেবা চালু করতে চলেছে। দেশ জুড়ে সার্বিকভাবে 5G পরিষেবা চালু হয়ে গেলে ১৯৯ টাকার রিচার্জ প্ল‍্যানে সেই সুবিধা পাবেন না গ্রাহকরা। 5G পরিষেবার সুবিধা নিতে গেলে এয়ারটেলের ২৩৯ টাকা বা তার বেশি মূল্যের রিচার্জ প্ল্যান নিতে হবে। তবেই সীমাহীন 5G পরিষেবা উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

আরও পড়ুন, দেখে নিন জিও রিচার্জ প্ল্যানের সম্পূর্ণ তালিকা।

বর্তমানে Airtel Plans সহ প্রায় সমস্ত মোবাইল বা টেলিকম কোম্পানী তাদের রিচার্জের মূল্য বাড়িয়েছে। যার ফলে গ্রাহকদের রিচার্জ করতে নাভিশ্বাস উঠে যাচ্ছে। কারন সকলের দ্বারা মাসে মাসে ২৫০ টাকা রিচার্জ সম্ভব নয়। আর তারপর যদি প্রত্যেক পরিবারে ৪ জন রিচার্জ করে তবে মাসে ১০০০ টাকা খরচ। এই পরিস্থিতিতে গ্রাহকের কয়েকটি প্রশ্ন নিচে দেওয়া হলো। আসাকরি আপনাদের অনেক তথ্য যোগাবে।

kaaj bangla google news

What is the Airtel plan for 28 days?

There are existing 3 plans for 28 days.
1) Rs 179 Recharge Plans – 2 GB total data for 28 days.
2) RS 265 Recharge plans – 1GB/Day data for 28 days.
3) Rs 299 Recharge Plans – 2GB/Day data for 28 days.

What is 14 days validity in Airtel?

Rs 181 Airtel Plans will give you 2GB/day data for 14 days.

What is minimum recharge for Airtel?

Airtel Plans Rs 19 will give you 1 day validity with 1GB data.
But for validity recharge you have to recharge minimum 155 for 2GB data for 28 days validity.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *